Logo
Logo
×

সারাদেশ

পাবলিক টয়লেট থেকে পর্যটকের লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

পাবলিক টয়লেট থেকে পর্যটকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নুর হোসেন খুলনার লবণচোরা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় ভ্রমণে আসেন। এ দিন দুপুরে কুয়াকাটায় জসিম উদ্দিনের সঙ্গে বেরিয়েছিলেন। এরপর থেকে নুর হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে খোঁজ করতে করতে শনিবার বিকালে পাবলিক টয়লেটের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় নুর হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশ পর্যটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম