Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল নেতাকে ক্ষুরের আঘাতে খুন করেন তার বন্ধু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

ছাত্রদল নেতাকে ক্ষুরের আঘাতে খুন করেন তার বন্ধু

সিলেটের কানাইঘাটে ছাত্রদল নেতা মো. আব্দুল মুমিন (২৮) খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পৌরসদরে তার রাজু আহমদ নামের বন্ধুর ক্ষুরের আঘাতে খুন হন মুমিন।

ছুরিকাঘাতে খুন হওয়া মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি পৌর সদরের ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে।

অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে স্থানীয়দের ধারণা।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের পর মুমিনের লাশ দাফন করেছে পরিবার। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার মুমিনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে স্থানীয় লোকজনের ঢল নামে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম