Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুরের মেলান্দহে শিশু ধর্ষণ মামলায় শহীদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামি শহীদ মিয়াকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহীদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকায় সাত বছর বয়সি শিশুকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির বাইরে যান শিশুটির বাবা-মা। এ সুযোগে প্রতিবেশী শহীদ মিয়া  ওই শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরের দিন ২৮ এপ্রিল ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেন।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম