Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ সিটি করপোরেশন

সাবেক প্রধান নির্বাহীসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

সাবেক প্রধান নির্বাহীসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলা হয়েছে। মামলা নং-৮/২০২৪।

মামলায় অভিযুক্তরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইউসুফ আলী, সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

জেলা জজ আদালতের প্রধান তথ্য কর্মকর্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের দায়ে আদালতে মামলাটি করেন। 

অভিযোগের ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা  ইউসুফ আলী জানান, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান জানান, যিনি অভিযোগটি করেছেন সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। 

তিনি জানান অভিযোগকারী জিলা স্কুল রোডে ১০তলা একটি বিল্ডিং করেছেন বিল্ডিং কোড না মেনে। আবাসিক ভবনের নিচে বাণিজ্যিক দোকানও দিয়েছেন। এ ব্যাপারে সিটি করপোরেশন থেকে নোটিশ করা হয়েছিল ভাঙার জন্য। তখন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম