Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি বদলি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি বদলি

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ এ বদলির আদেশ দেন।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদেরকে গোয়েন্দা পুলিশে বদলি করে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক আব্দুল করিমকে ওসির দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা এ সময় আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করেন। এ সময় উভয়পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে হত্যা করা হয়।

এরপর বুধবার দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করা হয়।

কোতোয়ালি থানায় পদায়ন হওয়া আবদুল করিমকে ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখান থেকে এক বছরের মাথায় তাকে আবারও নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম