Logo
Logo
×

সারাদেশ

যুক্তরাষ্ট্রের ‘টেরি বেকার’ পদক পাওয়ায় সোহেলকে সংবর্ধনা

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের ‘টেরি বেকার’ পদক পাওয়ায় সোহেলকে সংবর্ধনা

পরিবেশ ও নদী রক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের টেরি বেকার পদকে ভূষিত হওয়ায় পরিবেশ সংগঠক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সরকারি বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। 

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন মিয়া, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, বাপা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, শচীন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফরাশ উদ্দিন শরীফী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম