Logo
Logo
×

সারাদেশ

সন্দেহজনক যাত্রা, ইসকনের ৭০ ভক্তকে ইমিগ্রেশন থেকে ফেরত

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পিএম

সন্দেহজনক যাত্রা, ইসকনের ৭০ ভক্তকে ইমিগ্রেশন থেকে ফেরত

ইসকনের ৭০ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। তারা ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে যান। 

শনিবার সন্ধ্যায় এবং রোববার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। শনিবার দিনভর এবং আজ দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে। 

তবে ভারত যেতে বেনাপোলে আসা এক ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।

ইসকন বেনাপোল ইমিগ্রেশন ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম