নারী পাচারে আশুলিয়া যুব মহিলা লীগের সভাপতি আটক
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আশুলিয়ায় নারী পাচারের অভিযোগে যুব মহিলা লীগের আশুলিয়া ইউপি সভাপতি আসমা বেগমকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসমা আউকপাড়া এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি।
আশুলিয়া থানার এসআই মুরাদ জানান, আসমার বিরুদ্ধে একই এলাকার ফিরোজ তার স্ত্রী লিপিকাকে বিদেশে পাচারের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের অভিযোগও রয়েছে।রোববার দুপুরে আসমাকে আদালতে পাঠানো হয়েছে।
