Logo
Logo
×

সারাদেশ

ময়নাতদন্ত ছাড়া কবর দেওয়া শফিকুলের লাশ উত্তোলন

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

ময়নাতদন্ত ছাড়া কবর দেওয়া শফিকুলের লাশ উত্তোলন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের শফিকুলের লাশ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর ৪ মাস ৬ দিন পর ময়নাতদন্তের জন্য বুধবার দুপুর ২টায় কবর থেকে তার লাশ তোলা হয়।

আদালতের নির্দেশে সিনিয়র সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের তত্ত্বাবধানে শফিকুলের লাশ তোলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গাজী গোলাম দস্তগীর, কায়সার হাসনাতসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। 

গত ৫ আগস্ট বিকালে প্রতিপক্ষের হামলায় নিহত হন শফিকুল; কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের পর আড়াইহাজার থানা আগুনে পোড়ানো হলে তখন পুলিশের কার্যক্রম বন্ধ থাকে। ফলে ময়নাতদন্ত এবং সুরতহাল ছাড়াই লাশের দাফনকার্য সম্পন্ন হয়। পরে থানার কার্যক্রম আড়াইহাজার পাবলিক লাইব্রেরিতে শুরু হলে আড়াইহাজার থানায় শফিকুলের স্ত্রী তাসলিমা বাদী হয়ে মামলা করেন।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম