Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে তারেক জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

টঙ্গীতে তারেক জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকালে টঙ্গী নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টঙ্গী-কালীগঞ্জ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বীর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি।

টঙ্গী তারেক জিয়া পরিষদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম