Logo
Logo
×

সারাদেশ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশি নাগরিক আটক করে।

আটকরা হলেন-গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)।

আটকদের মধ্যে আটজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামে। অন্যরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভারত বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম