Logo
Logo
×

সারাদেশ

অর্ধকোটি টাকার নেশার ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

অর্ধকোটি টাকার নেশার ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে নেশাজাতীয় ২২ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক করা টাপেন্টাডল ট্যাবলের স্থানীয় বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। 

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ। সেখানে রাত সাড়ে ১০টায় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল জব্দ করে পুলিশ। এ সময় আবু হায়াত ও আখিনুর মিয়া নামে দুজনকে আটক করা হয়। আটক দুজন মাদক কারবারি বলে জানায় পুলিশ। এছাড়া আটক করা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। 

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছে। তারা খুচরা এবং পাইকারি দুইভাবেই মাদক বিক্রি করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক দুজনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট নেশাজাতীয় ট্যাবলেট মাদক কারবারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম