Logo
Logo
×

সারাদেশ

নিকাব কাণ্ডে বিতর্কিত সেই অধ্যক্ষকে ওএসডি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০২ এএম

নিকাব কাণ্ডে বিতর্কিত সেই অধ্যক্ষকে ওএসডি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব (সরকারি কলেজ) মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বান্দরবান সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর পরীক্ষার হলে নিকাব না খোলায় পরীক্ষায় বসতে দেয়নি অধ্যক্ষ এমন অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আনজুমানআরা। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে ১৫ ডিসেম্বর মাটিরাঙা সেনা জোনে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ মো. কামাল হোসেন। 

সেই ঘটনার ১ সপ্তাহের মধ্যে ওএসডি হলেন অভিযুক্ত অধ্যক্ষ।

নিকাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম