Logo
Logo
×

সারাদেশ

সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার সবজি চাষ

লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি মাটির রাস্তা কেটে এরফান মোল্লা ও শাহজালাল মোল্লা নামের দুই যুবলীগ নেতা সবজি চাষ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই এলাকার বাসিন্দারা। 

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চররমনী গ্রামে নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।

অভিযুক্ত এরফান চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও তার ভাই ওয়ার্ড শাহজালাল একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

এলাকাবাসীর অভিযোগ, তিন বছর আগে কৃষকের কষ্ট লাঘবে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটি ব্যবহার করে কৃষক সুবিধা পাচ্ছিল। তবে সম্প্রতি যুবলীগ নেতা এরফান মোল্লা ও তার ভাই শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলে। পরে ওই রাস্তার এক কিলোমিটার কেটে তারা সয়াবিন ও মরিচ আবাদ করে। 

তারা বলেন, তাদের এমন অনৈতিক কর্মকাণ্ডে কৃষকরা ক্ষতিগ্রস্ত। প্রতিবাদ করতে গেলে এরফানসহ তার লোকজন মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, অভিযোগটি পেয়েছি। আমরা ঘটনাস্থল যাবো। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম