Logo
Logo
×

সারাদেশ

৯ খুন মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

৯ খুন মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ খুনের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ দাস (৫০) ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া (৪৮)।

এর আগে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ৯ জন নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। গণেশ দাস ও শাহজাহান মিয়া মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যায় মার্কুলি বাজার থেকে গ্রেফতার করা হয় গণেশ দাসকে এবং রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয় শাহজাহান মিয়াকে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম