Logo
Logo
×

সারাদেশ

পাবনার ভাঙ্গুড়া

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা, প্রধান শিক্ষককে শোকজ

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা, প্রধান শিক্ষককে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে নবম শ্রেণির ভোকেশনাল মিডটার্ম পরীক্ষায় নকল করার সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

জানা গেছে, ১৫ ডিসেম্বর ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভোকেশনাল মিডটার্ম পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় রূপসী উচ্চ বিদ্যালয়সহ আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অনুমতি ছাড়াই প্রবেশ করে নিজের শিক্ষার্থীদের নকল করার জন্য মোবাইল ফোন সরবরাহ করেন। এতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ করেন।

অভিযোগ প্রসঙ্গে সাইদুল ইসলাম জানান, পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলেও তিনি এ ঘটনায় জড়িত নন। তাকে অযথা শোকজ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি ইতোমধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্র নকলে সহযোগিতা শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম