Logo
Logo
×

সারাদেশ

সিলেটে হেঁটে লালাখাল পৌঁছা ১১ জনকে পুরস্কার প্রদান

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ পিএম

সিলেটে হেঁটে লালাখাল পৌঁছা ১১ জনকে পুরস্কার প্রদান

স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সিলেটে ‘হেঁটে হেঁটে লালাখাল’ স্লোগানে ৩৮ কিলোমিটার অতিক্রম করা ১১ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। 

শুক্রবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অরণ্যে ঘেরা এক চা-শ্রমিকের বাড়ি প্রাঙ্গণে তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। শহিদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। 

পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা হলেন- ফখরুল ইসলাম, শাহিন আজাদ, ড. মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা) আবুল কালাম, অধ্যাপক মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।

এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম