Logo
Logo
×

সারাদেশ

অনুষ্ঠানে ছাত্রদল নেতার মুখে ছাত্রলীগের মূলনীতি ঘোষণা, ভাইরাল

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

অনুষ্ঠানে ছাত্রদল নেতার মুখে ছাত্রলীগের মূলনীতি ঘোষণা, ভাইরাল

গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদলের আলোচনা অনুষ্ঠানে ছাত্রদলের এক নেতা প্রকাশ্যে সভার শুরুতেই ছাত্রলীগের মূলনীতি ঘোষণা করে ভাইরাল হয়েছেন। রোববার পলাশবাড়িতে ছাত্রদলের ওই আলোচনা সভায় ছাত্রদলের এক প্রথমসারির নেতার মুখে এ ঘোষণা শোনা যায়। সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়।

পলাশবাড়ি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানকে মাইকে ঘোষণা করতে শোনা যায়, ‘ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি।’

এ কথা মাইকে ঘোষণার খবর সামাজিক গণমাধ্যমে প্রচারের পর সবার নজরে আসে। বিষয়টি নিয়ে দলে ও দলের বাইরে আলোচনার ঝড় ওঠে। ভাইরাল হয়ে ওঠে তার বক্তব্যটি।

এ বিষয়ে জানতে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আশপাশে থাকা লোকজন জানান, এ ঘটনার পর থেকে শিবলু প্রধান এ বিষয়ে কোনো কথা বলছেন না।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মো. সাদিক জানান, বিষয়টি তিনি জানেন না। এ ঘটনার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম