Logo
Logo
×

সারাদেশ

জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে পাঁচটা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নাম্বার লাইনে দাঁড়ানো ছিল।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নাম্বার লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নাম্বার লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।


ঢাকা এক্সপ্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম