Logo
Logo
×

সারাদেশ

ফুলছড়িতে আগুনে পুড়ল দোকান-ঘরবাড়ি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

ফুলছড়িতে আগুনে পুড়ল দোকান-ঘরবাড়ি

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লাহ বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকেটি দোকান, ঘরবাড়ি ও গোডাউন পুড়ে গেছে। 

সোমবার বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে মোখলেছুর রহমান, বাদল মিয়া, মাজেদুল হক, দৌলা হাজি, উজ্জল চক্রবর্তীসহ কয়েকজনের দোকান, গোডাউনসহ অন্তত ১৫টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

গাইবান্ধার ফুলছড়ি অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম