Logo
Logo
×

সারাদেশ

স্কুলমাঠ থেকে শটগান উদ্ধার

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

স্কুলমাঠ থেকে শটগান উদ্ধার

ভোলার লালমোহনে বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে লালমোহন থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্যকালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে। 

তিনি বলেন, শটগানের প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা চলছে। এছাড়া সম্প্রতি পুলিশের কিছু অস্ত্রশস্ত্রও লুট হয়েছে। এই শটগানটি লুট হওয়া সেসব অস্ত্রের মধ্যে একটি কিনা তা জানতেও পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়েছে।

ভোলা লালমোহন শটগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম