Logo
Logo
×

সারাদেশ

বালুভর্তি ট্রাক্টর উলটে প্রাণ গেল চালকের

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

বালুভর্তি ট্রাক্টর উলটে প্রাণ গেল চালকের

শেরপুরের ঝিনাইগাতীতে একটি বালুভর্তি ট্রাক্টর উলটে শান্ত (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত পূর্ব ধানশাইল এলাকার শেখ কামালের ছেলে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে মাহিন্দ্র ট্রাক্টরে বালুভর্তি করে ঝিনাইগাতী সদরে যাচ্ছিল শান্ত। ঘন কুয়াশার কারণে জামতলী এলাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উলটে পাশের ধানখেতে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, ঘটনাস্থলেই কিশোর শান্তর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেরপুর ঝিনাইগাতী ধানশাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম