Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ার দৌলতপুরে জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসানপুর বিলের জমাটবদ্ধ পানি কেটে বের করা নিয়ে স্থানীয় জাহাঙ্গীর মেম্বার ও মজনুর সঙ্গে প্রতিপক্ষ আশা ও আসাদুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা ও ধাওয়া পালটা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা হলেন- জাহাঙ্গীর মেম্বার (৪০) ও তার বাবা নুর মহম্মদ (৬৫), মজনু (৪৭) ও তার ভাই হাবিবুর রহমান (৪৫) এবং ফরিদ (৩৫), আশা (৪৫) ও আসাদুল (৪০)। 

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার দৌলতপুর সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম