Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া গ্রেফতার

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

নান্দাইলে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

শুক্রবার সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের সুরুজ মিঞার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ স্থাপনায় সহযোগিতা, অবৈধ গরুর হাট বসানোসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম