Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকায় গুলিতে নিহত গাবতলীর মানিকের লাশ উত্তোলন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ পিএম

ঢাকায় গুলিতে নিহত গাবতলীর মানিকের লাশ উত্তোলন

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রীবাড়িতে গুলিতে নিহত বগুড়ার গাবতলীর শাকিল হাসান মানিকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাহামার উপস্থিতিতে দাফনের ১৬০ দিন পর মঙ্গলবার বগুড়ার গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

নিহত শাকিল হাসান মানিক ওই  উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দেন।

এরপর ঢাকার যাত্রাবাড়ীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান।

পরিবারের সদস্যরা দুদিন পর ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে তার লাশ দাফন করেন। এ ব্যাপারে নিহতের বাবা মোকলেছুর রহমান যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন। উলে­খযোগ্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী আনিসুর রহমান, জুনায়েদ আহমেদ পলক সাবেক, আইজিপি চৌধুরী আব্দল্লাহ আল মামুন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম