বাড়ি থেকে দৌড়ে এসে ধান কাটার মেশিনে পিষ্ট শিশু
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ি থেকে দৌড়ে এসে ধান কাটা মেশিনের (হারভেস্টর) নিচে পড়ে মো. রিজবান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক চালক ইমন পালিয়ে গেছে।
শিশু রিজবান ওই এলাকার বাকপ্রতিবন্ধী আলী হোসেনের ছেলে। রিজবানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মো. ইমন নামের এক চালক (ধান কাটা মেশিনের) বুধবার সন্ধ্যায় স্থানীয় এক কৃষকের জমির ধান কাটা শেষে চরজাঙ্গালিয়া গ্রামের শিশুটির বাড়ির দরজা দিয়ে হারভেস্টার মেশিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় শিশুটি বাড়ি থেকে দৌড়ে এসে চাকায় পিষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
শিশুটির খালা মোবাশ্বেরা খাতুন জানান, ধান কাটা মেশিনটি বাড়ির দরজা অতিক্রমকালে হর্ন না বাজানোর কারণে শিশুটি না বুঝে দৌড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। শিশুটির মৃত্যুর জন্য হারভেস্টার মেশিনের চালককে দায়ী করেছেন তিনি।
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, ধান কাটা মেশিনের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
