Logo
Logo
×

সারাদেশ

যুবককে হাত-পা কেটে হত্যা, স্ত্রী ও মা হাসপাতালে

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

যুবককে হাত-পা কেটে হত্যা, স্ত্রী ও মা হাসপাতালে

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বিপুল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও তার মা আসমা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাকান্দি গ্রামের কালু মিয়ার ভিটার জমি নিয়ে প্রতিবেশী তোতা তালুকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে তোতা তালুকদারের ছেলে আপেল মিয়া ধারালো অস্ত্রসহ দলবল নিয়ে কালু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কালু মিয়ার ছেলে বিপুলকে কুপিয়ে তার একটি ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে ফেলে রাখে। পরে বিপুলের স্ত্রী মুক্তা বেগম এবং তার মা আসমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাদের সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি চাঁদ মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম