৫০ বছর বয়সি প্রতিবেশীর ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর রায়পুরায় ৫০ বছর বয়সি এক প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল্লাহকে (৫০) গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
লালসার শিকার ওই ছাত্রীর বাবা বলেন, আমি এলাকার বাইরে কাজ করি বিধায় সন্ধ্যায় বাড়ি এসে জানতে পারি আমার মেয়েকে একই এলাকার সাইদুল্লাহ তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ে প্রচণ্ড পেট ব্যথায় কান্নাকাটি করতে থাকলে আমি এবং আমার পরিবারের লোকজন দ্রুত রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং পুলিশকে খবর দেই। মেয়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, এ ঘটনায় রায়পুরা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আসামি সাইদুল্লাহকে গ্রেফতার করে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি রিপোর্টসহ প্রয়োজনীয় প্রমাণাদি হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
