Logo
Logo
×

সারাদেশ

প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম

প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

ভোলার লালমোহনে বিয়ের নয় দিনের মাথায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক মাদ্রাসাছাত্রী। পরে সেই প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় নুপুর বেগম নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নুপুর বেগম কুমারখালী গ্রামের সেলিম বেপারীর মেয়ে।  

স্থানীয় সূত্র জানায়, গত ১০ জানুয়ারি তার পরিবার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারিমোহন গ্রামের এক মাদ্রাসা শিক্ষকের কাছে নুপুরকে বিয়ে দেয়। তবে নুপুরের সঙ্গে তার ক্লাশের শান্ত নামের এক সহপাঠীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৬ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে শান্তর সঙ্গে ঢাকায় পালিয়ে যায় নুপুর। রোববার সকালে খবর পেয়ে তার পরিবার ঢাকা থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় নুপুর। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।  

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ওই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম