Logo
Logo
×

সারাদেশ

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মণিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন, মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব। বহিষ্কৃত দু’জন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুহক সাবু সাংবাদিকদের জানান, দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের যেই হোক না কেন; দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই আমরা বহিষ্কার করছি।

বহিষ্কৃত ওই দুজনের বিরুদ্ধে ১৮ জানুয়ারি মাছ বিক্রির অভিযোগ ওঠে।

স্থানীয় রাজনীতিকরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার সঙ্গে সঙ্গেই তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম