Logo
Logo
×

সারাদেশ

অভিভাবকদের জিম্মায় চারজন

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ এএম

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে

সিলেট শহরতলীর এক রিসোর্ট থেকে ১২ তরুণ-তরুণীকে আটকের পর আটজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। এ আট তরুণ-তরুণীকে এলাকাবাসীর উদ্যোগে অভিভাবকদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। 

আর বাকি চারজনের বিয়ের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে। 

এর পর থেকে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। রোববার দক্ষিণ সুরমা পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা করে। এ ঘটনার পর রাতে ওই রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের সম্মতিতে কয়েকজনকে বিয়ে পড়িয়ে দিয়েছেন।

মোগলাবাজার থানা রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম