Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাই আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ২

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

কাপ্তাই আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ২

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে অংসুই ছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়। একই মামলার আরেক আসামি জুনায়েদ হোসেনকে (২৫) কাপ্তাই সদর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত ১নং আসামি অংসুই ছাইন চৌধুরী ও ২২নং আসামি জুনায়েদকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেফতার দুজনেই কাপ্তাই উপজেলার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তারা।

রাঙামাটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম