Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীর ২০ স্পটে বেপরোয়া ছিনতাইকারীরা

Icon

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

টঙ্গীর ২০ স্পটে বেপরোয়া ছিনতাইকারীরা

গাজীপুরের টঙ্গীতে সশস্ত্র ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাত ঘনিয়ে এলেই প্রতিটি অলিগলি চলে যায় তাদের দখলে। গাজীপুরা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, অন্তত ২০টি স্পটে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছেন ব্যবসায়ী, চাকরিজীবী, পোশাকশ্রমিকসহ সাধারণ পথচারীরা। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও আতঙ্ক।

ভুক্তভোগীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যা ঘনিয়ে রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ে নেমে পড়ে কয়েকটি গ্রুপ। এগুলোর মধ্যে রয়েছে- হাজীর মাজার বস্তির এলাকার কিং বাবু গ্রুপ ও বাস্তুহারা এলাকার হাসান গ্রুপ। এছাড়া সাভার ও টঙ্গীর বড়বাড়ি থেকে কয়েকটি গ্রুপ এসে যোগ দেয় তাদের সঙ্গে। সন্ধ্যার পর সবকটি গ্রুপ একসঙ্গে বসে এলাকা নির্ধারণ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ থেকে বাদ যায় না বিআরটি প্রকল্পের উড়াল সড়কও।

গত রোববার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আশরাফুল আলম। কাদেরিয়া গেট এলাকায় সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মোবাইল, টাকাসহ সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা।

এর আগে গত ১৫ জানুয়ারি বিআরটি প্রকল্পের উড়াল সড়কের আব্দুল্লাহপুর এলাকায় এক পথচারীকে ধারালো চাপাতির ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করতে হাজীর মাজার বস্তি থেকে শুরু করে গাজীপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিটি শাখা সড়কে সিসি ক্যামেরা বসানো হয়েছে।’

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম