Logo
Logo
×

সারাদেশ

বিয়ের এক সপ্তাহ পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪০ এএম

বিয়ের এক সপ্তাহ পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে বিয়ের এক সপ্তাহ পর মনিকা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে পৌরসভার লাভলু মুন্সীর মালিকানাধীন ফ্ল্যাট বাসা থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনিকা টিকটকে আসক্ত ছিল বলে স্থানীয়রা জানান।

বাড়ির মালিক লাভলু মুন্সী জানান, জানালা দিয়ে রুমের মধ্যে ঝুলন্ত মনিকাকে দেখে প্রতিবেশী আমাকে জানায়। এরপর আমি পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি রতন শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানাতে পারব। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মাদারীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম