Logo
Logo
×

সারাদেশ

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

ভাঙ্গায় মোবাইল চুরির দায়ে মারধর ও কানে ধরিয়ে পুরো বাজার ঘুরালেন ৭৫ বয়সি এক বৃদ্ধকে। 

রোববার সকালে উপজেলার কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। 

ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। 

ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন একদল লোক। পরে বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরিয়ে আনেন। এ সময় বৃদ্ধকে লাঠি দিয়ে আঘাত ও চোর চোর বলে স্লোগান দেন লোকজন। 

স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টায় তরকারি বাজারে এক লোক সবজি কিনছিলেন। এ সময় বৃদ্ধটি ওই ক্রেতার মোবাইলটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে উঠাবসা করান। এক পর্যায়ে কান ধরিয়ে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, শুধু বলেছেন ফরিদপুর মহিলা রোড এলাকায় তার বাড়ি। 

ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, আমি ভিডিওটা দেখি নাই এবং আমার কাছে কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর ভাঙ্গা চুরির অপবাদ বৃদ্ধকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম