Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম

ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন মিয়া নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।  মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নৌপুলিশের ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের ঘটনাটি ঘটেছে।

নয়ন উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীপুর বেলদী গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে নয়ন অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। গত সোমবার বিকালে অটো নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে আর বাসায় ফেরেননি।

মঙ্গলবার সকালে দড়িকান্দি ব্রিজসংলগ্ন ব্রহ্মপুত্র নদে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান নৌপুলিশের এই কর্মকর্তা।

সোনারগাঁ ব্রহ্মপুত্র নদ অটোরিকশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম