Logo
Logo
×

সারাদেশ

পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার সাবেক মেয়র

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার সাবেক মেয়র

একাধিক হত্যা মামলার আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়পুরহাটে শহিদ হন কলেজ শিক্ষার্থী বিশাল। তাকে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে সেখানে আসামির তালিকায় রয়েছেন মোস্তাক। এছাড়া আরও কয়েকটি মামলা রয়েছে তার নামে।

বিশাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ৫ আগস্টের পর থেকে মোস্তাক পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল।

মোস্তাককে জয়পুরহাট এনে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জয়পুরহাট মোস্তাক মেয়র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম