Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত

জামালপুর-ঢাকা মহাসড়কের দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, সদরের ইপিজেড এলাকার মৃত মুনসফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, গেটপাড় এলাকার মেজু শেখের ছেলে আব্দুল করিম আলাল, সরিষাবাড়ী উপজেলার নলদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকামুখী একটি ট্রাক দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম