Logo
Logo
×

সারাদেশ

সিলেটে আড়াইশ ভরি স্বর্ণ চুরি, আন্দোলনে গ্রেফতার ৩

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

সিলেটে আড়াইশ ভরি স্বর্ণ চুরি, আন্দোলনে গ্রেফতার ৩

আলটিমেটাম, মানববন্ধন, সমাবেশ- ব্যবসায়ীদের এমন লাগাতার আন্দোলনের মুখে অবশেষে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির নুরানী জুয়েলার্স থেকে লুণ্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিছু অংশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এই তিনজনের কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্সে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।

এ ঘটনায় তিনি মামলা দায়ের করলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি বাজুস সিলেট জেলা শাখার নেতারা সংবাদ সম্মেলন করে চোরদের ধরতে ও স্বর্ণ উদ্ধার করতে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।

সেই ৭২ ঘণ্টার পর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। এতে বাধ্য হয়ে আন্দোলনে নামেন সিলেটের ব্যবসায়ীরা। তারা গত ৩০ জানুয়ারি চুরি হওয়া সোনা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশ এক সপ্তাহের মধ্যে এসব পদক্ষেপ না নেওয়া হলে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। তাদের এমন আন্দোলনের মুখে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম