Logo
Logo
×

সারাদেশ

ট্রাক চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

ট্রাক চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় ইব্রাহীম খলিল (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ লিংক রোড রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলীর মৃত ইনতাজ আলী সরকারের ছেলে এবং কালিহাতীর সয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সরোয়ার জানান, বেলা ১১টায় ইব্রাহীম মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। কালিহাতীর রাজাবাড়ীতে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় ইব্রাহীমের।  

তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের ট্রাক চাপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম