Logo
Logo
×

সারাদেশ

চা-শ্রমিকের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধীর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনিশ্চিত

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ এএম

চা-শ্রমিকের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধীর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনিশ্চিত

এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় দৃষ্টিপ্রতিবন্ধী হরিবল বোনার্জী। অর্থাভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যাতায়াত খরচ ও শ্রুতিলেখকের সম্মানি সংগ্রহ করতে তার পরিবারকে এনজিওর ধারস্থ হতে হচ্ছে।

হরিবল বোনার্জী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। তার বাবা অনিল বোনার্জী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হুগলিছড়া চা বাগানের একজন শ্রমিক। সপ্তাহে একবার বেতন পান। এই আয় দিয়ে তাদের চলতে হয়।

হতদরিদ্র অনিল বোনার্জী বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক চেষ্টা করছে। সে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।’

হরিবল বোনার্জী বলেন, ২০২২ এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। মৌলভীবাজার সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পড়াশোনা করি। এ পর্যন্ত বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি। বিত্তবানরা এগিয়ে এলে এবার বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব।

মৌলভীবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম