Logo
Logo
×

সারাদেশ

দ্রুত সংস্কার সম্পন্ন করে পরিচ্ছন্ন নির্বাচন দিতে হবে: হাবিব উন নবী

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ এএম

দ্রুত সংস্কার সম্পন্ন করে পরিচ্ছন্ন নির্বাচন দিতে হবে: হাবিব উন নবী

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দ্রুত সংস্কার সম্পন্ন করে পরিচ্ছন্ন নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনা দুই হাজারের মতো ছাত্র-জনতাকে হত্যা করে পাশের দেশে পালিয়ে গেছেন। তাকে ভারত থেকে এনে ফাঁসি দিতে হবে। 

তিনি বলেন, ‘শেখ হাসিনা গর্ব করে বলেছেন আমার পিয়নের ৪০০ কোটি টাকা আছে। আর আমার নেত্রী খালেদা জিয়াকে ২ কোটি টাকার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছিল।

শনিবার বিকালে জামালপুরের মেলান্দহে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

হাবিব উন নবী খান বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম