Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের ওপর হামলা, আ.লীগের আরও ১৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

টঙ্গী পূর্ব ও শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

শিক্ষার্থীদের ওপর হামলা, আ.লীগের আরও ১৯ নেতাকর্মী গ্রেফতার

ডেভিল হান্ট অভিযানে টঙ্গীর দুই থানায় আরও ১৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। সদর থানায় দায়ের করা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় তাদেরকে চালান দেওয়া হবে। 

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গতরাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। তারা সকলেই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত।  

গাজীপুর শিক্ষার্থীদের ওপর হামলা ১৯ নেতাকর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম