Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনাকে গ্রেফতার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

শেখ হাসিনাকে গ্রেফতার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশরাফ সেতু এলাকা থেকে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নামাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ন আহবায়ক বেনজির রহমান পিন্টু, ৫৫ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সেলিম মিয়া, বিএনপি নেতা জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, আবু সাকের, হাজী দুলাল, আল আমিন, সাইফুল খান, জুয়েল রহমান,  লিপ মোল্লা, ওয়াজেদুল ইসলাম মবিন, রাজিব বিন শহীদ রিগান, বিজয় সরকার, আবুল হোসেন, আল আমিন সংগ্রাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় মিছিল থেকে।

টঙ্গী শেখ হাসিনা বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম