স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা, বমি করতে করতে ছাত্রের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার শ্যামনগরে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে রাফি নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।
রাফি (৮) খুলনা জেলার কয়রার আনিসুর রহমানের ছেলে। সে শ্যামনগর উপজেলার ওই কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র ছিল। তার মা এনজিওতে চাকরি করেন। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সঙ্গে শ্যামনগরে থাকত।
জানা যায়, অন্যদিনের মতো রাফি মঙ্গলবার সকালে স্কুলে যায় প্রাইভেট পড়তে। সকাল ৯টার দিকে সে মাথা যন্ত্রণা অনুভব করে। এরপর বমি করতে থাকে। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
