Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজির দায়ে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড

Icon

সিলেট ব্যুরো ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

চাঁদাবাজির দায়ে সিলেটের ১৩ পুলিশ সদস্য ক্লোজড

সিলেটের পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির দায়ে কোম্পানীগঞ্জের ১৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- ২ জন এসআই, ২ জন এএসআই ও ৯ কনস্টেবল। তাদের  সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদের ক্লোজ করা হয়।

১৩ পুলিশ সদস্য হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন শুরু করেন স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম