Logo
Logo
×

সারাদেশ

জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

জামালপুর থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের ইসলামপুরের নিজ বাড়ি থেক রোববার ভোরের দিকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের শাহেন শাহ চৌধুরীর ছেলে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি পদে ছিলেন তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ৫ আগস্টের পর থেকে আকাশ সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। ডেভিল হান্ট অপারেশনের আওতায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, ‘রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামি তিনি।’

সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে জামালপুর আদালতে তোলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জামালাপুর রংপুরের সাঈদ হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম