Logo
Logo
×

সারাদেশ

গণহত্যায় জড়িতদের বিচারের কথা অনেকেই ভুলে যাচ্ছেন: সামান্তা সার‌মিন

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

গণহত্যায় জড়িতদের বিচারের কথা অনেকেই ভুলে যাচ্ছেন: সামান্তা সার‌মিন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সার‌মিন ব‌লে‌ছেন, শহিদের রক্তদানের বিনিময়ে নতুন বাংলাদেশ পে‌য়ে‌ছি। তা‌দের কখনই ভুলব না। শিক্ষার্থীদের প্রাণ যারা কে‌রে নিয়েছেন তা‌দেরকে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে- সে কথা অনে‌কেই ভু‌লে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি।

মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউ‌দ্দীন পৌরসভার মিলনায়ত‌নে বোরহানউ‌দ্দীন ও দৌলতখান উপ‌জেলায় ফ‌্যা‌সিবাদী ব্যবস্থার বি‌লোপ ও নতুন রা‌জনৈতিক বা‌ন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমম্ব‌য়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা সার‌মিন আরও বলেন, নির্বাচনের সম‌য়ে প্রার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দি‌য়ে ভোট আদায় করেন; কিন্তু প‌রে তাদের‌কে আর খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা এমন কাউকে ভোট দেবেন না। যা‌দের চেহারা আপনারা বছরে একবারও দেখেন না।

তিনি আরও বলেন, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে নাগরিক কমিটি দাঁড়াবে। যারা নতুন বাংলাদেশকে নষ্ট কর‌তে আস‌বে তারা আমা‌দের লাশের উপর দি‌য়ে যে‌তে হ‌বে।

এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সালসহ জুলাই-আগস্টের শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় নাগরিক কমিটির নেতারা।

এছাড়াও বিকালে ভোলার চরফ্যাশনে নাগরিক কমিটির রাইজিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সামান্তা সার‌মিন।

ভোলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম