দৈনিক যুগান্তর এখন গণমানুষের পত্রিকায় রূপান্তরিত হয়েছে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের নির্ভীক প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর দীর্ঘ ২৫ বছর ধরে সত্য প্রকাশে ভূমিকা রেখে আসছে। সত্যের সন্ধানে নির্ভীক এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তর গণমানুষের পত্রিকায় রূপান্তরিত হয়েছে। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দৈনিক যুগান্তর যে সাহসী ভূমিকা পালন করেছে, এতে তারা প্রমাণ করেছে আসলেই সত্যের সন্ধানে নির্ভীক এই পত্রিকাটি। তার পাশাপাশি যমুনা গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ‘যমুনা টেলিভিশন’।
এই টেলিভিশনের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সত্য প্রকাশে কঠিন ভূমিকা রেখেছেন। আগামীতেও দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এভাবেই মানুষের আস্তার প্রতীক হয়ে থাকার আহবান জানান বক্তারা।
মঙ্গলবার বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবের আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।
দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর সভাপতিত্বে ও জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেলের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসি এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও ক্রীড়ানুরাগী মুমিন খান মুন্না, উপজেলা পূজা উদযাপনের সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালি চক্রবর্তী, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আহমদ রাসেল, বিএনপি নেতা কয়েছ শিকদার, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সালেহ আহমদ সাকি, মোহাম্মদ আলী শিপন, কামালা মুন্না, রোহেল উদ্দিন, আব্বাছ হোসেন ইমরান, মশিউর রহমান, আক্তার আহমদ শাহেদ, আব্দুছ সালাম, আব্দুছ সালাম মুন্না প্রমুখ।
