Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত থেকে মদ ও বিয়ার জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

সীমান্ত থেকে মদ ও বিয়ার জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের লালঘাট সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্যগুলো জব্দ করা হয়। অবৈধভাবে ভারত থেকে মাদক দ্রব্যগুলো দেশে এসেছিল বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, লালঘাট সীমান্ত এলাকা থেকে ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির বিজিবি টহলদল তিন লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ২৩৭ বোতল বিদেশি মদ ও ৪২ বোতল বিয়ার জব্দ করে।

তাহিরপুর বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম